ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

এআই কাণ্ডে বিপাকে ভারতী সিং

এআই কাণ্ডে বিপাকে ভারতী সিং

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। গত ১৯ ডিসেম্বর ভারতী ও হর্ষ লিম্বাচিয়া দম্পতির কোল আলো করে এসেছে তাদের ছোট ছেলে, যার ডাকনাম রাখা হয়েছে ‘কাজু’। বড় ছেলে লক্ষ্য ওরফে গোলার পর ছোট ছেলের মুখ দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। কিন্তু এখনও সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি ভারতী। অথচ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে কাজুর একাধিক ছবি! যা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এই তারকা। সম্প্রতি নিজের এক ভ্লগে ভারতী জানান, কাজুর ছবি বলে দাবি করে ইন্টারনেটে যেসব ছবি ভাইরাল হয়েছে, তার সবক’টিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এই জালিয়াতি দেখে রীতিমতো রেগে আগুন তিনি। ভারতী জানান, বেশ কিছু অপরিচিত মানুষ তাকে ইমেইল ও ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে দাবি করছেন যে, এগুলোই কাজুর ছবি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত