
নতুন বছরের প্রথম দিন অনুরাগীদের সুখবর দিলেন জয়া আহসান। ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ওসিডি’। পোস্টারের ছবি পোস্ট করে জয়া জানালেন
নতুন এই ছবি মুক্তির তারিখ। ছবিতে একজন ভয়াবহ চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাকে। গতকাল বৃহস্পতিবার ফেসবুকে ‘ওসিডি’র পোস্টার শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।’ পোস্টারে দেখা যাচ্ছে, গম্ভীর ও চিন্তামগ্ন মুখ অভিনেত্রীর, হাতে গ্লভস। কুয়াশাচ্ছন্ন একটি কাচ মুছে নিজের দিকে তাকিয়ে আছেন, একধরনের ভয় ও অস্বস্তি নিয়ে। পোস্টারে উল্লেখ রয়েছে সিনেমা মুক্তির তারিখও। আগামী ৬ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘ওসিডি’ সিনেমার পরিচালক সৌকর্য ঘোষাল। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার চরিত্রের নাম শ্বেতা। এটি মূলত সাইকোলজিক্যাল ড্রামা। এক সংবাদ সম্মেলনে ছবির পরিচালক সৌকর্য ঘোষাল বলেছিলেন, ‘জয়ার জন্য ও জয়ার কথা মাথায় রেখেই এ ছবির গল্প লিখেছি, ছবিটি তৈরি করেছি। আমি মনে করেছি, এ ছবির উপযুক্ত অভিনেত্রী হতে পারেন জয়া আহসানই। আর সত্যিই প্রমাণ করেছেন, ছবির জন্য জয়া আহসানই সঠিক বাছাই। আমি জয়ার অভিনয় দেখে মুগ্ধ। তাই তো সত্যিই মনে হচ্ছে, আমি ঠিক অভিনেত্রীকেই বাছতে পেরেছিলাম।’
‘ওসিডি’ সিনেমাটি নিয়ে জয়া আহসান বলেছিলেন, ‘পরিচালক যখন আমাকে এ ছবির প্রস্তাব পাঠান, আমি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব লুফে নিই। সত্যি বলতে, আমি মন খুলে অভিনয় করেছি, তৃপ্ত হয়েছি, ভালো লেগেছে।’
একটি তিক্ত অভিজ্ঞতা এটি শিশুর ভবিষ্যত নষ্ট করে দিতে পারে। সেই তিক্ত অভিজ্ঞতা তাকে বয়ে বেড়াতে হয় সারাটা জীবন। তেমনই এক অতীত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘ওসিডি’।