ঢাকা রোববার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

থানায় অঙ্কুশ-ঐন্দ্রিলা

থানায় অঙ্কুশ-ঐন্দ্রিলা

নতুন ছবি নিয়ে যখন ভক্তদের মধ্যে চলছে উন্মাদনা তখন নায়ক-নায়িকা ছুটলেন থানায়। বলছিলাম টলিউড জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের কথা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন তারা। অবশ্য গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে অঙ্কুশ জানান- নবীনা সিনেমা হলের সামনে তার ও ঐন্দ্রিলার একটি কাটআউট ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি তিনি। নিজের পোস্টে লিখেছিলেন, ‘মানুষ মানুষের ক্ষতি করে কী আনন্দ পায় কে জানে । নারী চরিত্র বেজায় জটিলের ৩০ ফুটের কাটআউট এইভাবে নষ্ট করে দেওয়া হলো নবীনা হলের সামনে। অবাক লাগে ভাবলে কোন জগতে আমরা বসবাস করছি।’ এরপর-ই থানায় যান তারা। এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেছেন, ‘হ্যাঁ, আমরা থানায় গিয়েছিলাম। তবে এই মুহূর্তে আমি সিনেমা হলে আছি। তাই এর থেকে বেশি কিছু বলতে পারছি না।’ এদিকে অঙ্কুশ-ঐন্দ্রিলার থানায় যাওয়ায় খবর নেটদুনিয়ায় ছড়াতেই মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত