ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সম্মাননা পেলেন রায়হান রাফী

সম্মাননা পেলেন রায়হান রাফী

দেশের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় ১০ তরুণকে দেওয়া হলো ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন ২০২৫’ সম্মাননা। সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নির্বাচিত দশ তরুণের হাতে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও চেক তুলে দেওয়া হয়। সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী এই সম্মাননায় ভূষিত হন। ‘চলচ্চিত্র নির্মাণ’ ক্যাটাগরিতে তার হাতে সম্মাননা তুলে দেন ওরাকলের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। সম্মাননা গ্রহণ করে রায়হান রাফী বলেন, ‘সমাজ ও দেশের নানা ক্ষেত্রে অবদান রাখায় সেরা দশ তরুণকে এই সম্মাননা জানানো হয়েছে। একই মঞ্চে মুনজেরিন শহীদ, ফুটবলার ঋতুপর্ণা চাকমা, বৈদ্যুতিক গাড়ি ‘পালকি’র উদ্যোক্তা মোস্তফা আল মমিন, সামাজিক উদ্যোগ ‘টিম ব্যর্থ’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুরশিদুল আলম ভূঁঞা- এমন অনুপ্রেরণাদায়ী মানুষদের সঙ্গে আমিও পুরস্কার পেয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত