ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

‘শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওয়া’

‘শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওয়া’

নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি। ভারতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান সারেগামাপা খ্যাত এই শিল্পী সম্প্রতি বেশ কিছু গান গেয়ে আলোচনায় এসেছেন। ২০২৩ সালের তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা বিভাগে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ খবর পেয়ে চমকে গিয়েছিলেন এই গায়িকা। কম বয়সে ক্যারিয়ারে এমন প্রাপ্তি নিয়ে অনুভূতি ব্যক্ত করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন অবন্তী সিঁথি। তার ভাষায় ‘যেকোনো মানুষের কাছে রাষ্ট্রীয় সম্মাননা একটা কাঙ্ক্ষিত বিষয়। শিল্পী হিসাবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওনা।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের খবর পাওয়ার ঘটনা বর্ণনা করে অবন্তী সিঁথি বলেন, ‘টাইমলাইনে টাইপ করছি আর মুছে দিচ্ছি। লিখতে গিয়ে কেমন সব এলোমেলো হয়ে যাচ্ছে। রোজকার দিনের মতো একটা দিন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত