ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত দুই

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত দুই

ঢাকার মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথবাহিনীর অভিযানে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ভোররাতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক নুরে আলম জানান, চাঁদ উদ্যান এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় দুই ব্যক্তি নিহত হয়েছেন। অভিযানের পর যৌথ বাহিনীর সদস্যরা পাঁচ জনকে আটক করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, নিহতদের নাম মিরাজ ও জুম্মন। তাদের নামে হামলা, মারপিট, অস্ত্র, মাদকসহ সন্ত্রাসী তৎপরতার একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিরাও সন্ত্রাসের সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত