
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানিতে বেশকিছু প্রার্থীর মনোনয়ন বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার শুনানির শেষ দিনে ফেনী- ৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার সালেহী ও চট্টগ্রাম-৩ আসনে জামায়াতের ডা. একেএম ফজলুল হক, সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশাম হক এবং জাতীয় পার্টিসহ বেশকিছু দলের ও স্বতন্ত্রপ্রার্থীর প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন।
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি- সিইসি: গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়েছে। দীর্ঘ ৯ দিনের এই শুনানিতে কোনও পক্ষপাত করা হয়নি। সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি। আপনারা হয়তো, আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কিভাবে ছেড়েছি, আপনারা দেখেছেন। কারণ, আমরা সবার অংশগ্রহণ চেয়েছি। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।’ তিনি আরও বলেন, ‘আই ক্যান এশিউর আমার এবং আমার টিমের তরফ থেকে পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট দেওয়া হয়নি। আপনারা কোয়ারি করেছেন, আমরা কোয়ারি জবাব দিয়েছি, আই এম এমেজ টু সিই এট দিস। আমাদের আলেমণ্ডওলামারা এটাকে বাহাস বলে। আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। আমি আশা করবো, ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এ ধরণের সহযোগিতা পাবো।’ এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা ঋণখেলাপি যাদেরকে ছাড় দিয়েছি, মনে কষ্ট নিয়ে দিয়েছি। শুধু আইন তাদেরকে পারমিট করেছে বিধায় দিয়েছি।’
ইসির সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল : ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদসহ তিন দফার দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। গতকাল রোববার সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করে। আজ সোমবার বেলা ১১টা থেকে আবারও কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি সোমবার ফের কর্মসূচি চালানোর কথা জানান। ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, আমরা সেই সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী ইসির সামনে অবস্থান নিয়েছি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা সে অবস্থান কর্মসূচি ধরে রেখেছি। আমাদের ঘেরাও কর্মসূচি নিয়ে কোরো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, এক বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর যারা বটবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত তারা কিন্তু এরইমধ্যে দেখবেন নানাবিধ বক্তব্য দেওয়া শুরু করেছে। তো যা হোক সেটি তাদের একান্তই নিজস্ব বক্তব্য। আমরা তিনটি বিষয় অ্যাড্রেস করেছি। সেগুলো তো আপনারা জেনেছেন যে, পোস্টাল ব্যালট ইস্যুতে তারা আমাদের আশ্বস্ত করেছে। এই বিষয়টি গুরুতর বিধায় তারা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে।
তিনি আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার এই নির্বাচন কমিশন ভবনে এসে বেশ কয়েকটি সিদ্ধান্ত তারা প্রভাবিত করেছে এবং সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছে যে হ্যাঁ এ বিষয়ে তারা অবগত রয়েছে। অবশ্যই পরবর্তীতে কেউ যেন এভাবে প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করতে না পারে সেগুলো তারা দেখবে।
ছাত্রদলের সভাপতি বলেন, আমরা আমাদের আজকের এই অবরোধ কর্মসূচি এখানে সমাপ্ত করব। ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করব। আমরা আগামীকাল (সোমবার) আবারও ১১টা থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখব। তিনি আরও বলেন, একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন প্রচার প্রচারণা শুরু হচ্ছে। সেটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এরপর থেকে যদি কোনো মব ক্রিয়েট করা হয়, আমরা কিন্তু বারবার বসে থাকবো না। আমরা তাদের এই বিষয়ে অবগত করেছি।
এর আগে বেলা ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে বসে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচন ভবনের সামনের সড়কে দেওয়া পুলিশের ব্যারিকেডের সামনে ও বিপরীত পাশের সড়কে অবস্থান নিয়েছেন। এছাড়া খণ্ড খণ্ডভাবে কয়েকটি গ্রুপ সড়কে ঘুরে ঘুরে স্লোগান দিতে দেখা গেছে। নির্বাচন কমিশনের সামনের সড়কে বসে পড়ার কারণে এই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে। পথচারীদের বিভিন্ন পথে চলাচল করতে হচ্ছে। এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন ভবনের সামনের আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এদিকে নিরাপত্তা জোরদার, নির্বাচন কমিশনের সামপ্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষসহ তিন ইস্যুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
দাবি না মানলে সারারাত ইসি ঘেরাও করে বসে থাকার হুঁশিয়ারি দিয়েছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফলে নিরাপত্তা জোরদারে নির্বাচন কমিশন ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। গতকাল রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।
চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার প্রার্থিতা বাতিল করা হয়। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছিলেন একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন। এর আগে, গত ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের দিনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।
ইসির শুনানিতে হঠাৎ এনসিপির আসিফ মাহমুদ : নির্বাচন কমিশনের শুনানিতে হঠাৎ হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর গত ১০ জানুয়ারি থেকে আবেদনের শুনানি শুরু করে ইসি।
গতকাল রোববার চলে শেষ দিনের শুনানি। এই শুনানির দ্বিতীয়ার্ধে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনসিপির মিডিয়া সেলের সমন্বয়ক মাহবুব আলম জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আপিল শুনানিতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তি নিষিদ্ধ হয়নি, আইনজীবীকে ইসি মাছউদ : সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রোববার নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনে টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানিতে আইনজীবীর যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এমন কথা বলেন। নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী বলেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি। পরে সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।