ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের দুই সপ্তাহের সময়সীমা হতে পারে কৌশল বা ছল

ট্রাম্পের দুই সপ্তাহের সময়সীমা হতে পারে কৌশল বা ছল

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এই বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা জানান তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের এই সময়সীমা হতে পারে একটি কৌশল বা ছল। বিশ্লেষকের বরাত দিয়ে গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। আল জাজিরার জ্যেষ্ঠ বিশ্লেষক মারওয়ান বিশারা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এখনও দুই সপ্তাহের ঘোষিত সময়সীমার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন।

বিশারা বলেন, “তিনি (ট্রাম্প) এই সময়সীমাকে হয়তো একটা কৌশল বা ছল হিসেবে ব্যবহার করছেন, যাতে তার আসল পরিকল্পনা আড়াল থাকে এবং তিনি হয়তো আগামীকালই সেই হামলা চালাতে পারেন।”

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা শুরু করার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন। বিশারা আরও বলেন, ট্রাম্প হয়তো এখন সিদ্ধান্ত নিতে দেরি করছেন, যাতে কাল (শুক্রবার) ইরান ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে যেসব আলোচনা হওয়ার কথা আছে, সেগুলোর ফলাফল দেখা যায়। তার ভাষায়: “যদি অতিরিক্ত ব্যাখ্যা করি, তবে বলতে হয়— তিনি ইউরোপীয়দের একটু সময় দিচ্ছেন যাতে সবাই নিজের মুখরক্ষা করতে পারে।” বিশ্লেষক মারওয়ান বিশারার মতে, ট্রাম্পের ঘোষিত ‘দুই সপ্তাহের সময়সীমা’ হতে পারে একটি কৌশলগত চমক, যার মাধ্যমে তিনি হয়তো হঠাৎ করেই হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন, অথবা ইউরোপীয় কূটনৈতিক প্রচেষ্টাকে সাময়িক সময় দিচ্ছেন— যাতে যুদ্ধ এড়ানোর সুযোগ থাকে। এর আগে হোয়াইট হাউস জানায়, ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেই ট্রাম্প সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত