ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে নিয়মিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ আমরা থামিয়েছি,’ যা ভারতের ‘দ্বিপাক্ষিক সমাধান’-এর দাবির সঙ্গে সাংঘর্ষিক। গত বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। ব্রুস আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এ বক্তব্য আসে এমন সময়ে যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি ভারতের সংসদের পররাষ্ট্র কমিটিকে জানান, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানই একসঙ্গে নিয়েছে, এতে কোনো বিদেশি ভূমিকা ছিল না। মিশ্রি আরও দাবি করেন, দুই দেশের মধ্যে সংঘাত সীমিত পর্যায়েই ছিল এবং কোনোপক্ষ পারমাণবিক হুমকির দিকে যায়নি।

ভারতের এই দাবিকে ‘ভুল’ আখ্যা দিয়ে ব্রুস বলেন, সবাই তাদের মতামত দিতে পারে, তবে ভারতের যে অবস্থান এ বিষয়ে উপস্থাপন করা হচ্ছে, তা সঠিক নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত