ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় কূল-কিনারা খুঁজে পাচ্ছে না ইসরায়েল : হামাস

গাজায় কূল-কিনারা খুঁজে পাচ্ছে না ইসরায়েল : হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজাবাসীর মনোবলে চিড় ধরানো কিংবা সশস্ত্র প্রতিরোধ সংগ্রামকে দমন করার যে লক্ষ্য নির্ধারণ করেছিল ইসরায়েল, ৬৪০ দিনের যুদ্ধে তার কিছুই করতে পারেননি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গত মঙ্গলবার এক বিবৃতিতে হামাস বলেছে, তাদের টানেল স্ট্র্যাটেজি এবং আকস্মিক হামলার মুখে ইসরায়েলি অভিযান ক্রমাগতভাবে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। নেতানিয়াহু বারবার হামাসের পরাজয় ও মূলোৎপাটনের যে কথা বলছেন, তা শব্দের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। হামাস বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ বাহিনীর চলমান হামলা এবং আধিপত্যের ফলে বলপ্রয়োগের মাধ্যমে বন্দিদের মুক্ত করার ইসরায়েলি ভ্রম ভেঙে গেছে। প্রতিরোধ যোদ্ধারা ক্রু-ভর্তি ইসরায়েলি যুদ্ধযানগুলোকে ধ্বংস করেই চলেছেন। নির্মম অবরোধ এবং অনাহার-নীতির পরও বীরদর্পে লড়ে যাচ্ছেন আমাদের বীরেরা। বিবৃতিতে বলা হয়, বন্দি মুক্তি এবং প্রতিরোধ সংগ্রামকে পরাজিত করতে নিজেদের অক্ষমতার কথা এখন প্রকাশ্যে স্বীকার করছে দখলদার বাহিনী। কারণ, দখলদারদের এসব কৌশল নিজেদের জন্যই মৃত্যুকূপ তৈরি করছে। গাজা থেকে জোরপূর্বক বহিষ্কার এবং জাতিগত নির্মূলের পরিকল্পনার কথা তুলে ধরে হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের দৃঢ়তায় তাদের এই পরিকল্পনা কখনও আলোর মুখ দেখবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত