ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

গাজার বোর্ড অব পিসে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ

গাজার বোর্ড অব পিসে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ

গাজা ও বিশ্বের অন্যান্য জায়গায় হওয়া দ্বন্দ্ব নিরসনে তৈরি বোর্ড অব পিসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার নিজেই এটির সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, ‘পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানানো হয়েছে।’ ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোয় পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়া। এরমধ্যেই পুতিনকে বোর্ড অব পিসে আমন্ত্রণ জানালেন ট্রাম্প।

বোর্ড অব পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প। এটির সদস্য হিসেবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। যারমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রধানকেও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই বোর্ড অব পিস প্রথমে গাজার দ্বন্দ্ব নিরসনে কাজ করবে। এরপর এটি বিশ্বের অন্যান্য দ্বন্দ্বেও যুক্ত হবে। বোর্ড অব পিসের সদস্য দেশগুলোর সদস্যপদের মেয়াদ থাকবে তিন বছর। কিন্তু কোনো দেশ যদি এক বিলিয়ন ডলার দিয়ে সহায়তা করে তাহলে ওই দেশ স্থায়ী সদস্যপদ পাবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের কার্যক্রমের ক্ষতি করতে পারে। বর্তমানে বিশ্বের দ্বন্দ্ব নিরসনে কাজ করে থাকে জাতিসংঘ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত