ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ব্যবসায় সততার পুরস্কার

ফফয়জুল্লাহ রিয়াদ
ব্যবসায় সততার পুরস্কার

ব্যবসা নবী-রাসুলদের পছন্দনীয় কাজ। তারা ব্যবসা করতেন। আমাদের প্রিয় নবী (সা.)-ও করেছেন। এটি জীবিকা উপার্জনের সর্বোত্তম মাধ্যম। রাসুল (সা.)-এর নির্দেশনানুযায়ী সৎভাবে ব্যবসা করা পুণ্যকর্ম। ব্যবসায় কোনো রকম ধোঁকা, প্রতারণা ও মিথ্যার আশ্রয় নেয়া যাবে না। ওয়াসিলা ইবনে আসকা (রা.) বলেন, মহানবী (সা.) আমাদের ব্যবসায়ীদের কাছে আসতেন। নসিহত করতেন, ‘হে ব্যবসায়ীরা! তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক।’ (আত-তারগিব ওয়াত-তারহিব : ২৮৮৩)। অন্য হাদিসে আবদুর রহমান ইবনে শিবল (রা.) থেকে বর্ণিত হয়েছে; তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘নিশ্চয় ব্যবসায়ীরা পাপাচারী।’ সাহাবায়ে কেরাম (রা.) বললেন, ‘হে আল্লাহর রাসুল! আল্লাহ কি ব্যবসাকে হালাল করে দেননি? (তাহলে ব্যবসায়ীরা পাপাচারী কেন হবে?)’ তিনি বললেন, ‘হ্যাঁ। তবে তারা (মিথ্যা) শপথ করে এবং পরিণামে গোনাহগার হয়ে যায়। কথায় মিথ্যার আশ্রয় নেয়।’ (আত-তারগিব ওয়াত-তারহিব : ২৭৬০)।

সিন্ডিকেট হারাম : ব্যবসায়ীদের সিন্ডিকেট করে পণ্যের দাম নিয়ন্ত্রণ, কালোবাজারি ও পণ্যের দাম বাড়াতে দালালি করা ইসলামের দৃষ্টিতে হারাম। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি (সংকট তৈরি করতে) খাদ্যশস্য গুদামজাত করে, সে গোনাহগার।’ (মুসলিম : ১৬০৫)। অন্য হাদিসে তিনি বলেন, ‘যে ব্যক্তি ৪০ দিনের খাদ্যপণ্য মজুত রাখে, সে আল্লাহর দেয়া নিরাপত্তা থেকে বেরিয়ে যায়।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা : ২০৩৯৬)।

সততা : ব্যবসায় সততা বজায় রাখা অত্যাবশ্যক। অন্যথায় পরকালে এর পরিণাম হবে ভয়াবহ। উবাইদ ইবনে রিফাআ (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ব্যবসায়ীরা কেয়ামত দিবসে পাপাচারী দলরূপে উপস্থিত হবে। তবে যারা নেককার ও সত্যবাদী, তাদের অবস্থা এমন হবে না।’ (মিশকাতুল মাসাবিহ : ২৭৯৯)।

মিথ্যা শপথ : কথায় কথায় শপথবাক্য উচ্চারণ করা ব্যবসায়ীদের সাধারণ স্বভাব। ক্রেতাকে আশ্বস্ত করতেই তারা এর আশ্রয় নেয়। অধিকাংশ ব্যবসায়ী এ ক্ষেত্রে মিথ্যা শপথ করে। এটা অত্যন্ত গর্হিত অপরাধ। আবু জর গিফারি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তিন ব্যক্তির সঙ্গে কেয়ামত দিবসে আল্লাহ কথা বলবেন না। তাদের প্রতি তাকাবেন না। তাদের পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তিনি এটি তিনবার বললেন। আবু জর (রা.) জিজ্ঞেস করলেন, ‘এরা কারা?’ তিনি বললেন, ‘তারা হচ্ছে- যেসব ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে।’ (মুসলিম : ১৯৫)। অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে তার ভাইয়ের (কোনো মুসলমানের) সম্পদ নিয়ে নিল, সে যেন জাহান্নামে আপন স্থান বানিয়ে নেয়।’ (আত-তারগিব ওয়াত-তারহিব : ২৮৩৫)।

হালাল উপার্জন : ব্যবসা হালাল উপার্জনের সর্বোত্তম মাধ্যম। তবে এর জন্য ধোঁকা, প্রতারণা ও শরিয়ত নিষিদ্ধ কাজকর্ম থেকে বেঁচে থাকতে হবে। আবু উমামা বাহিলি (রা.) থেকে বর্ণিত; রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যবসায়ীর মধ্যে চারটি গুণ থাকবে, তার উপার্জন উত্তম বিবেচিত হবে। যথা- ১. যখন ক্রয় করবে, (পণ্যের) মন্দ বলবে না; ২. বিক্রির সময় (পণ্যের) অতিরিক্ত প্রশংসা করবে না; ৩. পণ্য বিক্রির সময় এর দোষ গোপন করবে না; ৪. মিথ্যা শপথ করবে না।’ (আত-তারগিব ওয়াত-তারহিব : ২৭৫৭)। অন্য হাদিসে বর্ণিত হয়েছে; রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সর্বোত্তম উপার্জন ওই সমস্ত ব্যবসায়ীর উপার্জন, যারা কথা বলার সময় মিথ্যা বলে না; আমানত রাখা হলে খেয়ানত করে না; প্রতিশ্রুতি করলে তা ভঙ্গ করে না; কেনার সময় বদনাম করে না; বিক্রির সময় প্রশংসা করে না; ঋণ পরিশোধের ক্ষেত্রে টালবাহানা করে না এবং নিজেদের পাওনা আদায়ের ক্ষেত্রে কঠোরতা করে না।’ (শোআবুল ঈমান লিল বাইহাকি : ৪৮৫৪)।

সৎ ব্যবসায়ীর পুরস্কার : ব্যবসা অতি উত্তম পেশা। আল্লাহতায়ালা এর মধ্যে রিজিকের প্রশস্ততা রেখেছেন। সৎ ব্যবসায়ীর বিভিন্ন পুরস্কারের কথা বলেছে ইসলাম। সেগুলোর কয়েকটি হলো- ১. তাদের হাশর হবে নবী-রাসুলদের সঙ্গে। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত; তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী (আখেরাতে) নবী, সিদ্দিক ও শহিদদের সঙ্গে থাকবে।’ (তিরমিজি : ১২০৯)। ২. পরকালে তারা আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। আনাস (রা.) থেকে বর্ণিত; রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সত্যবাদী ব্যবসায়ী কেয়ামত দিবসে আরশের ছায়ায় থাকবে।’ (আত-তারগিব ওয়াত-তারহিব : ৭৯৪)। ৩. জান্নাতে যেতে তাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সত্যবাদী ব্যবসায়ীর জন্য জান্নাতের দরজায় কোনো প্রতিবন্ধকতা থাকবে না।’ (কানজুল উম্মাল : ৯২১৯)। ৪. তারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আবু জর গিফারি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সৎ ব্যবসায়ী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে।’ (কানজুল উম্মাল : ৯২৪৫)।

লেখক : মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ি, দক্ষিণ কেরানিগঞ্জ, ঢাকা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত