ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে

আল আমিন
ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা হবে

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন বলেছেন, চলতি ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ৮ দফা দাবির স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি । জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, দল গঠনের লক্ষ্য বাস্তবায়নের কাজ বেশ ভালোভাবেই চলছে। এ নিয়ে এরইমধ্যে জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবীদের সাথে আমাদের সংলাপ ও আলোচনা চলছে। অতি দ্রুত সময়ে রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে। স্মারকলিপি প্রদান প্রসঙ্গে আবদুল্লাহ আল আমিন বলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে আমরা ৮টা টপিকে স্মারকলিপি প্রদান করেছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে, এই বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয় আমরা তাকে বলেছি। জেলা প্রশাসক আমাদের কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেছেন এবং সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিলো, তাই শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত