ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম (২২) নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলি করে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি ভাঙচুর করা হয়েছে ইউপি চেয়ারম্যানের বাড়িতে। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নে শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের বাসিন্দ ও ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলের চাচাতো ভাই শাকিলের স্ত্রী। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই শ্রীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল ও সোহেল ভোন্ডারের মধ্যে বিরোধ ছিল। গতকাল দুপুরে সোহেল ভেন্ডারের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময়ে চেয়ারম্যানকে না পেয়ে তাদের পরিবারের ওপর গুলি বর্ষণ করে তারা। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় ওই নারী। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত