ফেনীর সোনাগাজী পৌরদসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে ফেনী-০৩, সোনাগাজী-দাগনভূঁঞা আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক ব্যাপক জনসংযোগ করেছেন। গতকাল রোববার সকালে সোনাগাজী বাজারে জনসংযোগের মধ্যে দিয়ে শুরু হওয়া জনসংযোগ পৌর শহরসহ উপজেলা চরদরবেশ, বগাদানা ও চরমজলিশপুর ইউনিয়নের বিভিন্ন বাজার পরিদর্শন শেষে শেষ হয়। এসময় জনসংযোগে সাধারণ নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যাহ প্রমুখ।