ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মুস্তাকিম (২৪) নামে সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত রোববার বিকাল ৩টার দিকে শহরের ওয়াপদা গেট এলাকায় কলেজের সামনের রেললাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, নিহত মুস্তাকিম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার বটতলী এলাকায়। তিনি পুরান বগুড়ার একটি মেসে থেকে পড়াশোনা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুস্তাকিম একটি মোটরসাইকেলে করে রেললাইন পার হচ্ছিলেন। এসময় সান্তাহার থেকে বোনারপাড়া গামী একটি লোকাল ট্রেন দ্রুতগতিতে চলে আসে। মোটরসাইকেলটি রেললাইনের ওপর হঠাৎ থেমে গেলে মুস্তাকিমের বন্ধু দ্রুত নেমে যেতে পারলেও তিনি আর নামতে পারেননি। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে বগুড়া জিআরপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত