সরকারের ওপর নির্ভরশীল থেকে বিশ্ববিদ্যালয়ের মান উন্নতি হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের অভ্যন্তরীণ আয় বাড়ানোর কোনো সুযোগ নেই। যতদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বাধীনতা না আসবে, আমরা সরকারের ওপর নির্ভরশীল থাকব, ততদিন পর্যন্ত আমাদের কোয়ালিটি বাড়ার সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, বাজেট প্রণয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। আমরা এর বাইরে যেতে পারি না। ঢাবি কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতের আয়-ব্যয় তথ্য উপাত্ত প্রসঙ্গে উন্নত বিশ্বের তুলনা দিয়ে বলেন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ হার্ভার্ড। তাদের সরকার থেকে অনুদান তাদের মোট বাজেটের ১০% এরও কম। তাদের বাজেটের একটা বিরাট অংশ আসে এনডোমেন্ট ফান্ড থেকে। হার্ভার্ডের এলামনাই এবং অন্যান্য বিভিন্ন ইন্ডাস্ট্রি এখানে অনুদান দিয়ে থাকে। এটা তাদের বাজেটের বড় জায়গা যেটা আমাদের নেই। তাদের আবার ২৫ শতাংশ অর্থ আসে টিউশন ফি থেকে। আর আমাদের সেখানে এই অর্থ এক কোটি টাকারও কম। তাহলে এই বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে? ইউজিসি থেকে গত বছর আমাদের মোট বাজেটের ৮২.৪৫% পেয়েছিলাম।
তাই শুধুমাত্র সরকারের ওপর নির্ভরশীল থেকে কখনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের উন্নতি হতে পারে না, এটা অসম্ভব। প্রসঙ্গত, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। গত বছর যার পরিমাণ ছিল ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকা। এ হিসেবে এবারের বাজেটে বরাদ্দ বেড়েছে ৯০ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা।