ঢাকা সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে চোরাই তেলের আস্তানায় অভিযান

নারায়ণগঞ্জে চোরাই তেলের আস্তানায় অভিযান

জ্বালানি মন্ত্রণালয়ের চার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চারটি দোকান থেকে ১ হাজার ৮০ লিটার ডিজেল ও ৫০ লিটার অকটেন জব্দ করা হয়। সেইসঙ্গে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানাও করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের গোদনাইল এলাকায় যৌথ বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির জানান, জ্বালানি মন্ত্রণালয়ের ৪ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে আমরা ৩ ম্যাজিস্ট্রেট যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছি। অবৈধভাবে তেল বিক্রির অপরাধে চারটি দোকান থেকে ডিজেল ও অকটেন জব্দের পাশাপাশি দুইজনকে জরিমানা করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত