ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি

বললেন হাসনাত আবদুল্লাহ
আমাদের রাজনীতি কোনো  ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনো মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয় তাদেরই নেতা নির্বাচিত করতে হবে। তিনি আরও বলেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রাখে। অন্যের ছেলেকে চামচা বানায় আর তার নিজের ছেলেকে নেতা বানায়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুরের গাংনীতে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের সময় আমাদের দেশে এক শ্রেণির নেতা উৎপাদন হয় ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রবেশ করে। নির্বাচনের আগের রাতে ওসি, এসপি ও পোলিং এজেন্টদের কিনে নেয়। ভোটের আগের রাতে যখন আপনাদেরকে টাকা দিতে পারবে, তখন সেবক থাকবে না, মালিক হয়ে যাবে, আর আপনি হয়ে যাবেন তার দাস। হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশকে আর অযোগ্য নেতা আর গম চোরদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে তারা হজ করতে চায়, দেশটা তাদেও হাতে তুলে দিয়েন না। জনগণ পাশে থাকলে তাকে দিল্লি পালাতে হয় না। লন্ডন থাকতে হয় না। জনগণ সঙ্গে থাকলে এই বাংলাদেশেই থাকতে হয়। দক্ষিণাঞ্চলের এই সংগঠক বলেন, কোনো পিন্ডি দিল্লি ও লন্ডন আমেরিকার ওপর নির্ভর করতে চাই না। আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দেইনি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব। এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠন মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত