পুলিশি হেফাজতে নির্যাতনের পর আসিফ শিকদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান, শাহআলী থানার ওসি শরিফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা হয়েছে।
গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ মামলা করেন নিহতের মা স্বপ্না বেগম। আদালত মামলাটি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেন। অন্য আসামিরা হলেন- ওসি (তদন্ত) মতিউর রহমান, দারুস সালাম থানার এসি এমদাদুল হক, দারুস সালাম জোনের এডিসি জাকারিয়া, মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, আবুল কালাম আজাদ লেনিন, ফর্মা খলিল, সিএনজি ফরিদ। বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।