ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

স্ত্রীসহ তারিক সিদ্দিকের গাজীপুরের ৫২ বিঘা জমি জব্দের আদেশ

স্ত্রীসহ তারিক সিদ্দিকের গাজীপুরের ৫২ বিঘা জমি জব্দের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিকের নামে গাজীপুরে থাকা ৫২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য দেখানো হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৪৬ হাজার টাকা।

গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম জমি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিক এবং শাহিন সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা যায়, তাদের মালিকানাধীন এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধান ক্ষতির সম্ভবনা রয়েছে। এমতাবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে সম্পদে ক্রোকের আদেশ প্রার্থনা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত