ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় মানবাধিকার কমিশনে আলোচনা সভা

জাতীয় মানবাধিকার কমিশনে আলোচনা সভা

গতকাল বুধবার জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ‘Human Rights, Our Everyday Essentials’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মানিত সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সচিব সেবাষ্টিন রেমা এবং স্বাগত বক্তব্য রাখেন কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ সম্পর্কিত আলোচনা করেন কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা ও দায়রা জজ) বেগম মেহেরুন্নেসা। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি দিবসটি উপলক্ষে দৈনিক সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। সভায় মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখার লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা নবপ্রণীত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত