ঢাকা ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

তিন জেলায় সড়কে নিহত চার

তিন জেলায় সড়কে নিহত চার

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন সময়ে এ সব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ : নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ। তারা দুজন বন্ধু। স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে দুই বন্ধু ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার এসআই মোরাদ হোসেন।

গাজীপুর : কালীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সেলিম মিয়া নামে একজন নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার চুয়ারিখোলা এলাকার টঙ্গী-ঘোড়াশাল সড়কে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া পিকআপটির চালক ছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার হালিউড়া এলাকার হোসেন আলীর ছেলে। কালীগঞ্জ থানার এসআই হায়াতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কক্সবাজার : রামু উপজেলায় সিএনজি টালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহাব উদ্দিন জীবন নামে অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। এ সময় অটোরিকশার চালকসহ আরো দুইজন গুরুতর আহত হন। বেলা আড়াইটার দিকে রামুণ্ডউখিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার খুনিয়া পালং এলাকায় এ ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সড়কে গতিরোধ স্থাপনের দাবিতে। পরে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের একজন উপ-বিভাগীয় প্রকৌশলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে গতিরোধ স্থাপনের প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করে নেন জনতা।

নিহত শাহাব উদ্দিন জীবন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গনসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের কাসেম আলীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সেখানে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত