ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, জানে না পুলিশ!

শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, জানে না পুলিশ!

৫ আগস্টের পর জেল থেকে জামিনে বেরিয়ে নতুন করে অপকর্মে জড়ানোর অভিযোগ এসেছে পিচ্চি হেলাল-ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। কারো কারো বিরুদ্ধে হয়েছে হত্যা, হত্যা চেষ্টাসহ চাঁদাবাজির মামলা। তবে তাদের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট তথ্য দিতে পারেনি পুলিশ। এসব শীর্ষ সন্ত্রাসীর কে কোথায়- জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত ও অপরাধে জড়িতদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে এক যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চারজন, কোতোয়ালি থানার কোর্ট বিল্ডিংয়ের সামনে সোনা ছিনতাইয়ে ছয়জন, পল্টনে প্রাইভেট কারচালক সাজু মিয়া হত্যার মূল আসামি ও যাত্রাবাড়ী দনিয়া কলেজ শিক্ষার্থী মিনহাজ হত্যায় পাঁচ জনকে গ্রেফতারের পর আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি পুলিশ। গত ১৪ জানুয়ারি সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, কোনো সন্ত্রাসী রক্ষা পাবে না। সে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল হোক আর ইমন হোক, যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এরপর গত ২১ জানুয়ারি দুপুরে ক্র্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক রয়েছে ডিএমপি। যারা আদালতের মাধ্যমে জামিনে জেল থেকে বের হয়েছেন তাদের প্রতি নজরদারি রাখা হচ্ছে। দীর্ঘসময় জেলে থাকার পরও তাদের কোনো সংশোধন নেই, এটা খুবই দুঃখজনক। বয়স হলেও জেল থেকে বের হয়ে সেই আগের মতো চাঁদাবাজি, দলাদলি শুরু করে দিয়েছেন। একই দিন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা নানা অপকর্মে জড়াচ্ছেন। আমরা জামিন বাতিলের জন্য আবেদন করবো। তিনি বলেন, ক’দিন আগেও দেখলাম বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জসিম জামিন পেয়েছেন। পত্রিকায় নিয়মিত খবর হচ্ছে সুব্রত, পিচ্চি হেলাল ও ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে। আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছেন। নানা অপকর্মে জড়ানোর তথ্য পাচ্ছি। রেকর্ড হচ্ছে, মামলা হচ্ছে। আমরা পেলেই ধরে ফেলবো। কাউকে ছাড় দেবো না। আপাতত আমরা তাদের জামিন বাতিলের জন্য আবেদন করবো। গতকালকের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান ও গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, আমরা এরই মধ্যে পিচ্চি হেলাল ও ইমন গ্রুপের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি। শীর্ষ সন্ত্রাসীরা কোথায়? তাদের কি অবস্থান আপনার নিশ্চিত নন? জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো তাদের অবস্থান ট্রেস (শনাক্ত) করতে পারিনি। তবে আমাদের শতভাগ চেষ্টা চলছে। পেলেই গ্রেফতার করবো। আমরা সক্রিয় আছি। ব্রিফিংয়ের ৫টি ঘটনার ৪টিই ছিনতাই সংক্রান্ত। তাহলে কি এটাই প্রমাণ করে পুলিশের যে নিরাপত্তা বলয়, তা বিঘ্নিত হচ্ছে? নগরবাসীর নিরাপত্তা দিতে কি পুলিশ ব্যর্থ? জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ঢাকা মহানগরীসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক রাখা নিয়ে কাজ করছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করা দরকার পুলিশ তা করছে। ছিনতাইকারীরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করছে। তাদের যে ছিনতাই প্রচেষ্টা তা রোধ ও গ্রেফতারে ডিবির সবগুলো ইউনিটসহ স্পেশাল টিমগুলো কাজ করছে। আশা করছি খুব শিগগির নগরবাসী সুফল পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত