ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে চায় : নূর

এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে চায় : নূর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তাই এদেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত, এদেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। আ.লীগের মতো পুরোনো ধারার রাজনীতি আর চলবে না। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দের বলব আজকে আ.লীগ থেকে শিক্ষা নিন। এতো বড় দল হয়েও আজ ভাত না খেয়ে, লুঙ্গি গামছা ছাড়া তারা সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে। গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ পৌরসভা মাঠে রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সরকারের তিনি উদ্দেশ্যে বলেন, আজকে আইনশৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে, বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ও দেশের মৌলিক পণ্যের উপর শুল্ক বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ গণবিরোধী অবস্থান থেকে আপনারা সরে আসবেন, অন্যথায় জনগণের ক্ষোভে দিশাহারা হয়ে যাবেন। চলমান পরিস্থিতিতে প্রশাসনের দায়িত্বহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিমানভাড়া নিয়ে প্রবাসীদের হয়রানি বন্ধে অন্তর্বর্তী সকারের কাছে আহ্বান জানান নূর। আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের নেতারা লুঙ্গি-গামছা ছাড়াই দেশ ছেড়ে পালিয়েছে আর তোমরা এখন লিফলেট বিলি করবা, হরতাল করবা। রাস্তায় নেমে দেখো জনগণ দলবল নির্বিশেষে তোমাদের কঠোর হস্তে প্রতিহত করবে।

তিনি আরো বলেন, মেঘনা নদীর চারপাশে অবৈধ দখলদার ও চাঁদাবাজ কারা? ১৬ বছর ক্ষমতায় থেকে যারা দখলবাজি ও চাঁদাবাজি করেছে, সেই আওয়ামী সরকার জামাকাপড় ছাড়া পালিয়ে যাওয়ার পর এখনো চাঁদাবাজি ও দখলবাজি চললে তা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজার হাজার শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত