ঢাকা বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে বিএনপির ৮ নেতাকর্মী বহিষ্কার

রাঙামাটিতে বিএনপির ৮ নেতাকর্মী বহিষ্কার

রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও কাউখালী উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আটজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। গত ১৭ ফেব্রুয়ারি বাঘাইছড়িতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপি পাঁচ নেতাকে বহিষ্কার করেছে। তারা হলেন- উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফ আলী, পৌর ছাত্রদল সদস্য মো. আইয়ুব আলী, পৌর যুবদল সদস্য প্রকাশ সরকার ও পৌর যুবদল সদস্য মো. খোরশেদ জর্জ।

অন্যদিকে, কাউখালী উপজেলায় জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন-ঘাঘড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম মাহমুদ, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন ও উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন মিয়া।

জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে, জেলা অনুমোদনবিহীন শ্রমিক দলের পৌর ও থানা কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বহিষ্কৃত নেতারা এখন থেকে বিএনপির কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং কোনো দলীয় পদণ্ডপদবি ব্যবহার করতে পারবেন না। দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে রাঙামাটি জেলা বিএনপি। ভবিষ্যতে দলে শৃঙ্খলা ফেরাতে আরও কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত