দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছেন। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নওগাঁ : ট্রাকের চাপায় একইসঙ্গে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে বাইপাস সড়কের খলিসাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কোলা পালশা গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০)। স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী বাড়ি থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পরিবহন ফেলে পালিয়ে গেছে। নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক নূরে আলম জানান, মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ : ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে হামিদুল ইসলাম বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় চানমারী-আদমজী সড়কের তল্লা এলাকায় হামিদুল ভারসাম্য হারিয়ে সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের পেছনের চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা কাভার্ডভ্যান ও এর চালক জাহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্ররণ করেন। ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।