ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মহাবিশ্বে পানি তৈরির সময়

মহাবিশ্বে পানি তৈরির সময়

প্রাণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান পানি। তবে মহাবিশ্বে প্রথম পানি কবে তৈরি হয়েছিল? বিজ্ঞানীরা বলছেন, তাদের ভাবনার চেয়েও পুরোনো হতে পারে পানির বয়স। বিগ ব্যাংয়ের ১০ থেকে ২০ কোটি বছর পরে তৈরি হতে পারে পানি। বিগ ব্যাং তত্ত্ব হচ্ছে, মহাবিশ্ব সৃষ্টির রহস্য উদ্ঘাটনের তত্ত্ব। এ তত্ত্ব অনুসারে, ১ হাজার ৩৮০ কোটি বছর আগে অত্যন্ত ক্ষুদ্র, প্রচণ্ড উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। নতুন গবেষণায় উঠে এসেছে, প্রথম ছায়াপথ গঠিত হওয়ার সময় পানি তৈরি হতে পারে। গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার অ্যাস্ট্রোনমি’তে।

এতো আগে কীভাবে তৈরি হলো পানি? : হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে পানি তৈরি– এ সরল বিষয়টি আমাদের জানা। বিগ ব্যাংয়ের সময় তৈরি হয়েছিল হাইড্রোজেন। তবে অক্সিজেন তারা থেকে এসেছে? বিজ্ঞানীরা বলছেন, তারার মধ্যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে বা শক্তিশালী সুপারনোভা বিস্ফোরণ আসতে পারে অক্সিজেন। তবে পানির বিভিন্ন অণু কীভাবে গঠিত হয়েছিল এ বিষয়ে নিশ্চিত ছিলেন না তারা। কারণ পানি তৈরির জন্য প্রাথমিক তারার মধ্যেও অক্সিজেনের উপস্থিতির প্রয়োজন ছিল। গবেষণার জন্য দুটি সুপারনোভা অর্থাৎ বিশাল আকারের তারা বিস্ফোরণের অনুকরণ করতে কম্পিউটার মডেল ব্যবহার করেছেন গবেষক ড্যানিয়েল হোয়েলেন ও তার গবেষণা দল। যেখানে একটি তারার ভর সূর্যের ১৩ গুণ ও অন্যটি ২০০ গুণ। গবেষকদের এই দুটি মডেলে দেখা গেছে, এ বিস্ফোরণে অনেক পরিমাণে অক্সিজেন তৈরি হয়েছে, যা পানি গঠনের জন্য যথেষ্ট ছিল।

এতে কতটুকু পানি তৈরি হতে পারে?: সুপারনোভা বিস্ফোরণের পর সদ্য তৈরি হওয়া অক্সিজেনের আশপাশে থাকা হাইড্রোজেনের সঙ্গে মিশে পানির গঠন শুরু হয়। গবেষণা দলটি বলছেন ছোট আকারের সুপারনোভাতে ৩ থেকে ৯ কোটি বছর পরে তৈরি হয়েছিল অল্প পরিমাণে পানি। বড় আকারের সুপারনোভাগুলোয় সূর্যের ভরের প্রায় হাজার ভাগের এক ভাগ পানি তৈরি হয়েছিল। এতে সময় লেগেছিল প্রায় ৩০ লাখ বছর। গবেষকরা বলছেন, গ্যাসের এই ঘন অঞ্চলে যদি পানি তৈরি হয়ে থাকে তবে তা নতুন তারা ও গ্রহের আকৃতি ধারণের স্থানও হয়ে উঠতে পারে।

এর মানে কি? : প্রথম ছায়াপথের সময়ে যদি পানি গঠিত হতে পারে তাহলে কোটি কোটি বছর আগে তৈরি বিভিন্ন গ্রহের প্রাথমিক বিকাশেও ভূমিকা রাখতে পারে পানি। মহাবিশ্বে পানির গঠন সম্পর্কে আগের বিভিন্ন ধারণাকে চ্যালেঞ্জ করেছে সাম্প্রতিক এ গবেষণা। এর থেকে ইঙ্গিত মিলেছে, প্রথম গ্রহ গঠনের সময় তৈরি হতে পারে পানি। এ রোমাঞ্চকর গবেষণায় উঠে এসেছে, আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক আগেই তৈরি হতে পারে মহাবিশ্বে প্রাণের মূল ভিত্তি পানি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত