পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৫ জন।
গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৫ এপ্রিল) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৩৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এসময় ২১টি দেশীয় তৈরি অস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সদর দপ্তর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।