ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

প্রাইভেসি টুল হোয়াটসঅ্যাপে

প্রাইভেসি টুল হোয়াটসঅ্যাপে

নতুন প্রাইভেসি টুল চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে অন্যদের কনটেন্ট নেওয়া থেকে দূরে রাখতে পারবেন ব্যবহারকারীরা। মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি বলেছে, ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের এ প্রাইভেসি সেটিংটি চালু হলে চ্যাটিংয়ে বা গ্রুপের অন্যরা ব্যবহারকারীদের তথ্য অন্য কোথাও পাঠাতে পারবেন না। এমনকি থ্রেড-এর শেয়ার করা মিডিয়াও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড বা বিভিন্ন এআই ফিচারের জন্যও ব্যবহার করতে পারবেন না অন্যরা।

কোম্পানিটি বলেছে, এই ফিচার ব্যবহারকারীদের ‘আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, যেখানে চ্যাটিংয়ের বাইরে থাকা অন্যরা কী বলেছে তা কেউ শেয়ার করতে পারবে না’। এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ বলেছে, ‘বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাপকহারে আমাদের বাস্তব দুনিয়ার বিভিন্ন নেটওয়ার্কের মতো বেড়ে উঠছে, যার মধ্যে কিছু কিছু নেটওয়ার্ক অন্যদের অনেক কাছাকাছি রয়েছে। আমাদের ধারণা, এ ফিচারটি এমন কমিউনিটির সঙ্গে কথা বলার সময় সবচেয়ে ভালো কাজ করবে, যেখানে আপনি হয়তো সবাইকে ঘনিষ্ঠভাবে জানেন না বা চেনেন না; কিন্তু তবুও সংবেদনশীল কারণে কথা বলেতে হচ্ছে, বিশেষ করে কোনো কমিউনিটিকে স্বাস্থ্যবিষয়ক সহায়তা দিতে বা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আপনার কমিউনিটিকে সংগঠিত করার বেলায়।’

মেটা বলেছে, সামনের মাসগুলোতে মেটা ধীরে ধীরে ফিচারটি চালু করবে এবং ভবিষ্যতে এতে ‘আরও বেশি সুরক্ষা ফিচার’ যোগ করবে তারা। হোয়াটসঅ্যাপে থাকা বিভিন্ন প্রাইভেসি ফিচারের মধ্যে সব ধরনের টেক্সট ও কল সাধারণত অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে। যার মানে এসব টেক্সটে শুধু প্রাপকরাই প্রবেশ করতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত