ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, এক ভারতীয় আহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, এক ভারতীয় আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। এ সময় ভারতের এক নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সাকিব (১৮) বায়েক ইউনিয়নের মাদলার নন্দননগর পুরাতন গুচ্ছগ্রামের বাসিন্দা মো. মোতালেবের ছেলে এবং আহত ভারতীয় নাগরিকের নাম সুজন বর্মন (৩৫)। গতকাল সোমবার নিহত সাবিকের লাশ গ্রামের বাড়ি মাদলায় নিয়ে আসেন স্বজনরা। এসব তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের।

ওসি আবদুল কাদের বলেন, কসবায় সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। আর ভারতীয় এক নাগরিক আহত আছেন। গুলিবিদ্ধ সাকিবকে উদ্ধার করে তার স্বজনেরা ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তবে তিনি পথে মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কসবা থানার ওসি আরও বলেন, বিজিবির মাদলা ক্যাম্পের ইনচার্জের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে। পুলিশও ঘটনাস্থলে যায়।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে ওই দুজন অবৈধভাবে মোটরসাইকেল আনছিলেন। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে চলে আসেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য নিহত বাংলাদেশি নাগরিকের লাশ কসবা থানার পুলিশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত