ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিলেটে আইনজীবী শামসুল হত্যাকাণ্ডে তার ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড

সিলেটে আইনজীবী শামসুল হত্যাকাণ্ডে তার ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ড

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরী হত্যা মামলার ১৩ বছর ৯ মাস পর ছেলেসহ তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি একজনকে ৩ বছরের কারাদণ্ড ও একজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট ডিভিশনাল স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ)-এর বিচারক মো. শাহাদাৎ হোসেন প্রামাণিক এ রায় দেন। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১১ সালের ১৭ জুলাই থেকে নিখোঁজ ছিলেন শামসুল হক। পরে জানা যায়, সম্পত্তির লোভে তার ছেলেসহ কয়েকজন মিলে তাকে সুরমা নদীতে ফেলে মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শামসুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে মাসুদ আহমদ চৌধুরী, সুনামগঞ্জের দোয়ারাবাজারের জাহের আলী ও ছাতকের আনসার আহমেদ। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, মামলার আলামত নষ্ট করার অভিযোগে প্রত্যেকের ৩ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মামলায় অভিযুক্ত বোরহান উদ্দিনকে একই ধারায় ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অভিযোগপত্রে অভিযুক্ত ইসমাইল হোসেনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে মাসুদ আহমদ চৌধুরী ও জাহের আলী আগে থেকে পলাতক। অন্য আসামিরা জামিনের পর থেকে পলাতক।আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৭ জুলাই থেকে আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী নিখোঁজ আছেন জানিয়ে ১৮ জুলাই সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন তার ছোট ছেলে মাসুদ আহমদ চৌধুরী। তবে ২২ জুলাই থেকে তিনি নিজেও নিখোঁজ হন। পরবর্তী সময়ে শামসুল ইসলাম চৌধুরীর বড় ছেলে মাহমুদ আহমদ চৌধুরী ওই বছরের ৪ আগস্ট ছোট ভাই মাসুদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তের পর ২০১৩ সালের ১৫ মে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে মামলার বিচারকাজ শুরু হয়। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মাসুদ আহমদ চৌধুরী সম্পত্তির লোভে বাবাকে অন্য আসামিদের সহযোগিতায় তাদের বাড়ি থেকে গাড়িতে তুলে নিয়ে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে ফেলে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত