ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ওজন কমাতে আমের সালাদ

ওজন কমাতে আমের সালাদ

ওজন কমানোর ডায়েট ভাবলে প্রথমেই আমের কথা মাথায় আসে না, তাই তো? কিন্তু জানেন কী—এই রসালো ফলটি সঠিক পরিমাণে খেলে এবং অন্য উপাদানের সঙ্গে মিলিয়ে খেলে ওজন কমানোর জন্য দারুণ উপকারী হতে পারে। আমে রয়েছে উচ্চমাত্রার ফাইবার, প্রচুর পানি ও উপকারী পুষ্টি উপাদান—যা হজম ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আম আলাদাভাবেও খাওয়া যায়, তবে সালাদে ব্যবহার করলেই এর স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বেড়ে যায়। নিচে দেখে নিন এমন ৫টি আমের সালাদ । ম্যাঙ্গো কেল সালাদ কেলের কচি পাতার সঙ্গে আমের প্রাকৃতিক মিষ্টি স্বাদ মিলে তৈরি হয় দারুণ এক কম্বিনেশন। কেলে ক্যালোরি কম থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে ভরপুর—যা ওজন কমাতে সহায়ক। এতে বাদাম ও বীজ যোগ করে এর পুষ্টিগুণ আরও বাড়ানো যায়। হালকা কিন্তু পুষ্টিকর কিছু খেতে চাইলে এই সালাদ হতে পারে আদর্শ বিকল্প। ম্যাঙ্গো বিন সালাদ: ওজন কমাতে চাইলেও স্বাদে ছাড় দিতে হবে না—এই সালাদ তার প্রমাণ। এতে থাকে কিডনি বিন, ডাইস করা আম, পেঁয়াজ ও লেবুর রস—যা একসঙ্গে দারুণ ফ্লেভার তৈরি করে। এতে রয়েছে প্রচুর প্রোটিন, যা দীর্ঘক্ষণ পেট ভরাট রাখতে সাহায্য করে। লাঞ্চ বা হালকা ডিনারের জন্য দারুণ উপযোগী। ম্যাঙ্গো চিলি সালাদ: যারা ঝাল খেতে ভালোবাসেন, তাদের জন্য এই সালাদ একেবারে উপযুক্ত। টুকরো করা আমের সঙ্গে মেশানো হয় কাঁচা মরিচ, শসা ও টাটকা হার্বস। আমের মিষ্টতা মরিচের ঝাঁজ কমিয়ে দেয়, ফলে প্রতিটি কামড়ে পাওয়া যায় ভারসাম্যপূর্ণ স্বাদ। ঝাল কিছু খেতে ইচ্ছা হলে অনলাইনে অর্ডার করে দেখতে পারেন। ম্যাঙ্গো ও অ্যাভোকাডো সালাদ : ক্রিমি কিছু খাওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে এই সালাদ হতে পারে আদর্শ। এতে রয়েছে ফাইবার, স্বাস্থ্যকর চর্বি ও পানিযুক্ত উপাদান—যা ওজন কমাতে সাহায্য করে। এটি হালকা, রিফ্রেশিং এবং খেতে বেশ বিলাসবহুল মনে হয়। একবার খেলে বারবার খেতে মন চাইবে। ম্যাঙ্গো ও কিনোয়া সালাদ : কিনোয়া হচ্ছে উদ্ভিদণ্ডভিত্তিক প্রোটিন ও ফাইবারের অন্যতম ভালো উৎস—যা ক্ষুধা নিয়ন্ত্রণে ও স্থির শক্তি সরবরাহে সাহায্য করে। এতে আম ও কুচি করা সবজি মেশালে তৈরি হয় দারুণ একটি পুষ্টিকর বাটি, যা ওজন কমাতে সহায়ক। এটি সহজপাচ্য ও দারুণ স্বাস্থ্যকর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত