ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চলমান জনআন্দোলন দমন করতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন। একইসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের ব্যানারে আগের মতো তার নামের আগে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’ উল্লেখ করা হয়নি। এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চলমান অচলাবস্থা, নাগরিকসেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে কথা বলেন বিএনপি নেতা। এর আগে, গত ১৬ জুন ডিএসসিসির কিছু কর্মচারীকে নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবহৃত ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। উল্লেখ্য, ইশরাক হোসেন ২০২০ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।