অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে এসে এক বন্ধুর বাসায় ওঠেন তিনি। পরে রাতের কোনো এক সময়ে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। হিরো আলমের বন্ধু জাহিদ হাসান বলেন, শুক্রবার সকালে হিরো আলমকে শয়নকক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় হাসপাতালে ভর্তি করার জন্য হিরো আলমকে নিয়ে আসেন তার স্ত্রী রিয়ামনি। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, হিরো আলমকে দেখতে ছুটে আসেন রিয়া মনি এবং মিথিলা। পরে উন্নত চিকিৎসার জন্য হিরো আলমকে ঢাকায় নিয়ে যান তারা।
এদিকে এ ঘটনার পর শুক্রবার বিকালে রিয়া মনি ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের ও হিরো আলমের তিনটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, হিরো আলমকে নিয়ে তিনি গাড়িতে করে যাচ্ছেন। সঙ্গে লিখেছেন, ‘সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে/ সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে/ সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে/ আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে।’ ধুনটের ভান্ডারবাড়ি গ্রামের বাসিন্দা জাহিদ হাসান বলেন, হিরো আলম তার স্ত্রী রিয়ামণির সঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার জন্য অনেক কান্নাকাটি করেন। হতাশাও প্রকাশ করেন। এরপর না খেয়ে একটি ঘরে একা ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে জাহিদ হাসান দেখেন হিরো আলম অচেতন অবস্থায় শুয়ে আছেন। পরে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন তার স্ত্রী রিয়ামনি।