ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পররাষ্ট্র উপদেষ্টা বললেন

রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন

রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠককে ‘ব্যক্তির’ বাসায় বৈঠক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই হেফাজতে রাখা হতো। এমন তো হয়নি। আর রাষ্ট্রদূতরা কিন্তু যে কারও বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। রাষ্ট্রদূতরা গেছেন—এটা নিয়ে আসলে আমরা বলার কিছু নেই।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন আগামী বছরের জুনে। সেখানে বাংলাদেশের মুখোমুখি ফিলিস্তিন হবে না।

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য ‘নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে’ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বক্তব্যে আমি তাদের বিষয় হিসেবে দেখি না। এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া ১৮৮ জনকে প্রধান উপদেষ্টা অনুরোধ করে নিয়ে এসেছেন। কিন্তু এরপরে আবার ২৫ জন গ্রেপ্তার হয়েছেন, তাদের মধ্যে একজন কারাবন্দি অবস্থায় ২২ দিন আগে মারা গেছেন। সেই খবর মাত্র দেশে এসেছে। এ বিষয়টি উপদেষ্টা জানেন কি না? জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “কারাগারে আসলে বাংলাদেশের অনেক মানুষ আছে। এখন তারা কীভাবে ‘ক্যাটাগোরাইজ’ করেছে তা বলা মুশকিল। আর এসব বিষয়ে তাদের (আরব আমিরাত) কাছ থেকে বিস্তারিত উত্তর পাওয়াও যায় না। “তবে যেহেতু রাস্তায় মিছিল করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছিল, তখন একটা খুবই ‘আনইউজুয়্যাল ওয়েতে’ আমাদের প্রধান উপদেষ্টা আমিরাতের রাষ্ট্রপ্রধানকে ফোন করে তাদের মুক্তির ব্যবস্থা করেছিলেন। এরপর বাকিদের ব্যাপারে স্বাভাবিক যে পদ্ধতি- চিঠি লেখা, নোট দেওয়া, আমরা সেগুলো অনুসরণ করে যাচ্ছি। দেখা যাক সব পরিষ্কার করা যায় কি না।” জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ফিলিস্তিনকে সুযোগ করে দিতে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করেছে কি না বা কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “এই বিষয়টাতে ইন্টারেস্টিং হচ্ছে, আপনাদের যত আগ্রহ, বাংলাদেশের যত আগ্রহ, ফিলিস্তিনের কিন্তু এত আগ্রহ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত