প্রিন্ট সংস্করণ
০০:০০, ০২ নভেম্বর, ২০২৫
গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে ফেনীর দ্বিতীয় কারাগারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জেলার দ্বিতীয় এ কারাগারে চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত মোট ১৮০ জন বন্দিকে স্থানান্তর করা হচ্ছে। সকালে ফেনী কারাগার-১ থেকে ২১ জনকে স্থানান্তরের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন জেল সুপার মো. দিদারুল আলম ও জেলার ফেরদৌস মিয়া। এ সময় বন্দিদের ফুল দিয়ে নতুন কারাগারে পাঠান জেল কর্মকর্তারা। এর আগে পুরাতন জেলা কারাগার ভবনকে ‘ফেনী কারাগার-২’ হিসেবে ঘোষণা করা হয় * আলোকিত বাংলাদেশ