খুলনা মহানগরীতে জুলাই ঘোষণাপত্রের গুরুত্বসহ সাত দফা সংবলিত লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পিটিআই মসজিদে প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় কেন্দ্রীয় সংগঠক তানজিল মাহমুদ ও নাইম আহমদেরসহ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি আহমেদ হামীম রাহাত, ফরিদ পাঠান, এম সাইফুল ইসলাম, শরীফ আসাফুল হাবীব সাজিদ, ইকবাল হোসেন মোড়ল, মো. রমজান শেখ, মতিউর রহমান, মুহাম্মদ নূরুজ্জামান, জহির হোসাইন, মো. জায়েদুর রহমান প্রিন্স, মো. নুরজ্জামান তুহিন, ইমরান হোসেন, নাসিব আহসান রুমি, ইমাম হোসেন। এ সময় সাত দফাকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানান নেতারা। লিফলেটে উল্লেখ করা দাবিগুলো হলো, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।