ঢাকা ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে খুলনার কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আটক দুই

কক্সবাজারে খুলনার কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আটক দুই

কক্সবাজার সমুদ্রসৈকতে দুর্বত্তের গুলিতে খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৫৫) হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে সালু (৫৩)। তিনি ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে রাত সাড়ে ১২টায় হোটেল সী হিল থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ভোর রাতে র‌্যাব কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবাহ হক ভুট্টোকে আটক করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রব্বানী টিপু সৈকততীরের হোটেল সি-গালসংলগ্ন ঝাউবনের ভেতরে গত বৃহস্পতিবার রাতে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে টিপুর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু শেখ ইফতেখার গত বৃহস্পতিবার সকালে কক্সবাজারে আসেন। তারা সকাল ৭টার দিকে শহরের কলাতলী এলঅকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন। হোটেলের ‘অতিথি লিপিবদ্ধ বই’-এ দেখা গেছে, আটক ইফতেখার নিহত গোলাম রব্বানী টিপুর সাথে রুমি (২৭) নামের এক নারীও ছিলেন। ওই নারী পলাতক রয়েছেন। এইচএম সাজ্জাদ হোসেন আরো জানান, হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বের হন। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হত্যার রহস্য উম্মোচনে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত