রাজধানীর মহাখালী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত মানুষ। গতকাল সোমবার দুপুর দেড়টা থেকে তারা মহাখালী-বনানী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন তারা। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেক সরোয়ার জানান, দেড়টা থেকে সিএনজিচালিত অটোরিকশাচালকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মহাখালী সড়ক অবরোধ করেন। তারা দাবি করেন, পার্কিং করা সিএনজির বিরুদ্ধে মামলা করা যাবে না। এতে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ে নগরবাসী? তিনি বলেন, ২টার দিকে বিআরটিএর আশ্বাসে সিএনজিচালিত অটোরিকশাচালরা সড়ক অবরোধ তুলে নে। সড়কের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।