ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে কর্মশালা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে কর্মশালা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় ‘Consultation workshop on the zero draft of BPSC rules, 2025’ সংক্রান্ত কর্মশালা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে গত শনিবার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় ‘Consultation workshop on the zero draft of BPSC rules, 2025’সংক্রান্ত ৭১ মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বিদ্যমান বিধিতে কী কী সংযোজন এবং কোন কোন বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন এ সংক্রান্ত একটি ড্রাফট জাইকার পরামর্শক উপস্থাপন করেন। উপস্থাপিত বিষয়ের সাথে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উপ-পরিচালক এবং তদূর্ধ্ব কর্মকর্তারা মতামত প্রদান করেন। অনুষ্ঠানে জাইকার প্রতিনিধি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যাবলির উচ্চ প্রশংসা করেন এবং কমিশনকে আরো বেশি গতিশীল করার জন্য তারা স্বপ্রণোদিতভাবে সব ধরনের সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জাইকার এ সহযোগিতাকে সাধুবাদ জানান। কমিশনের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য জাইকা তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। এ সময় কমিশনের বিজ্ঞ সদস্যরা, কমিশন সচিবালয়ের সচিব মহোদয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত