এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এর আগে রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে তাদের সরিয়ে দেয়া হয়। গতকাল বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তারা কারওরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে গিয়ে তারা দ্রুত মালয়েশিয়া যাওয়ার দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা ‘এক দফা এক দাবি মালয়েশিয়া যেতে চাই’, ‘সিন্ডিকেটের কালো হাত বুক ভেঙে দাও’ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের একজন মইনুদ্দিন বাবু বলেন, ‘আমাদের দাবি একটাই- দ্রুত মালয়েশিয়া যাওয়া।’ এর আগে সকাল ৯টা থেকে বিক্ষোভকারীরা কারওয়ান বাজার গোলচত্বরে জড়ো হতে থাকেন এবং সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।