
জনদুর্ভোগ সৃষ্টিকারী, অপ্রয়োজনীয় ফ্যাসিবাদী আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প ‘প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর এর উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্তরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম মুন্না, লিখন চৌধুরী। আরো বক্তব্য রাখেন- বিদ্যুৎ গ্রাহক আব্দুল জব্বার, আবেদা বেগম, মো. দিপু প্রমুখ। নেতারা বলেন, ফ্যাসিস্ট সরকারের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে রংপুরের আবু সাঈদসহ সারাদেশে দেড় সহস্রাধিক ছাত্রজনতা শহীদ হয়েছে।