ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয়করণের দাবি

নতুন কর্মসূচি ঘোষণা মাদ্রাসা শিক্ষকদের

নতুন কর্মসূচি ঘোষণা মাদ্রাসা শিক্ষকদের

নতুন কর্মসূচি ঘোষণা মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ষষ্ঠ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। কিন্তু এতদিনেও আন্দোলনরতদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেননি। তাই আগামীকাল রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় (যমুনা) অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছেন তারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক মো. শামছুল আলম বলেন, ১৯৭৮ সালের ৯ অর্ডিন্যান্স ২ এর ধারা মোতাবেক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ১৯৮৬ সালের ২৩ ফেব্রুয়ারি ১৪২ (৪০) নং স্মারকে প্রকাশিত প্রজ্ঞাপনে প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমমান নির্ধারণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত