রাজধানীর বাড্ডা আফতাবনগরে আব্দুস সালাম (৬৫) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। গত রোববার রাতে বাড্ডা থানা পুলিশ আফতাবনগর চায়না প্রজেক্ট ৫ নম্বর সেক্টর থেকে তার লাশ উদ্ধার করে। এর পর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তার বাড়ি শেরপুর সদর উপজেলার সুগনিবাগ গ্রামে। তিনি ঢাকার মেরুল বাড্ডা বৈঠাখালী মোড় এলাকায় থাকতেন। নিহতের ভাতিজা মো. সুজন জানান, আব্দুস সালামের ৪ ছেলে ও ৩ মেয়ের রয়েছে। সালামের পরিবারের সবাই গ্রামে থাকলেও মেরুল বাড্ডায় তার এক ছেলে থাকেন। এক সপ্তাহ আগে গ্রাম থেকে ঢাকায় ছেলের কাছে এসেছিলেন তিনি। এর পর ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। গত রোববার সন্ধ্যার দিকে অটোরিকশা চালানোর জন্য বাসা থেকে বের হয়েছিলেন। এর পর রাতে সুজন খবর পান, বাড্ডা আফতাবনগর এলাকায় সালামের লাশ পাওয়া গেছে।