বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কেএম সফিউল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত রোববার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এর আগে, সাবেক সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল কেএম সফিউল্লাহ বীর উত্তম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি থেকে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মরহুম মেজর জেনারেল কেএম সফিউল্লাহর নামাজে জানাজা বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন (অব.), উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারুক-ই-আজম, বীর প্রতীক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সাবেক সেনাবাহিনী প্রধানরা, ঢাকা ও মিরপুর সেনানিবাসের সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সব পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের লাশ বনানী সামরিক কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।