ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

‘গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেয়া হবে’

‘গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসায় সব ব্যবস্থা নেয়া হবে’

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত ১৭২ জন আন্দোলনকারীর প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ১ কোটি ৭২ লাখ টাকার চেক দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও এবং আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘প্রতিটি জেলায় গিয়ে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

গতকাল রংপুর জেলার ১শ ৭২ জন আহত যোদ্ধার মাঝে ১ কোটি ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হলো। এই তালিকার বাইরে যারা আছেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। যাদের নাম বাদ পড়েছে তাদেরও তালিকা তৈরি করে অনুদান দেওয়া হবে।’ চেক পেয়ে আন্দোলনে আহতরা অর্থ সহায়তা নয়, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেয়ার দাবি করেন। মামুন নামে আহত একজন বলেন, ‘আমার শরীরে চারটি গুলি রয়েছে। এ জন্য যন্ত্রণায় রাতভর ঘুমাতে পারি না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত