মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থায় তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) ই-কমার্সে নারীর উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে গতকাল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সেমিনারে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) শাহানা সারমিনের সভাপতিত্বে সেমিনারে বিষয়বস্তুর উপর মুখ্য আলোচক হিসেবে ব্রান্ডমার্ক কনসালটেন্সি লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড লিড কনসালটেন্ট সাজ্জাদ বিন আহসান আলোচনা করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রওশন আরা বেগম, অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, অতিরিক্ত সচিব তানিয়া খান প্রমুখ বক্তৃতা করেন। সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর যে অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। বাংলাদেশের গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদের তথ্যপ্রযুক্তির সেবা প্রদান নিঃসন্দেহে নারীর ক্ষমতায়েন কে ত্বরান্বিত করবে। এ লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পটি গৃহীত হয়। প্রকল্পটি প্রথম পর্যায়ে ১৩টি উপজেলা সফলভাবে বাস্তবায়ন করা হয়।