ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ঢাবি শিবির

শিক্ষার্থীদের স্বস্তি
ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ঢাবি শিবির

ঠাই দাঁড়িয়ে আছে আসমানী রঙের একটি বাস, এর পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সবার হাতে একটি করে কাগজের টোকেন, যেগুলোতে লেখা আলাদা আলাদা সংখ্যা। লাইন থেকে একটু এগিয়ে গিয়ে বাসের ভিতরে ঢুকতেই চোখে পড়লো একদল চিকিৎসকের। এক জনের পর একজন শিক্ষার্থী ভিতরে আসছেন আর চিকিৎসা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। গতকাল বিকালে এমন চিত্র দেখা গেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ফ্রি চিকিৎসা সেবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্মুক্ত করেছে সংগঠনটি।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সেবার আওতায় আনার জন্য গতকাল থেকে আগামী সাতদিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা শিবির। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও সাথে ফ্রি ঔষধ সরবরাহ করছে সংগঠনটি, এতে সন্তুষ্টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার বিকাল চারটায় সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। এর পর গতকাল বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে প্রথম দিনের মতো চিকিৎসা সেবা প্রদান করে সংগঠনটি। শিবির জানায়, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল (শিফা)-এর সহায়তায় সাত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, চর্ম ও দাঁতের প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ শুরু করেছে শিবির। প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সেবা দেয়া হচ্ছে। এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে তুর্কী উন্নয়ন সংস্থা তুর্কিস কো-অপারেশন এন্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা), স্বাস্থ্য সেবামূলক উন্নয়ন সংস্থা রিদম বাংলাদেশ, আপন ফাউন্ডেশন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ও বায়োফার্মা লিমিটেড।

এ বিষয়ে (টিকা) বাংলাদেশ অফিস প্রধান শেভকি মের্ত বারিশ বলেন, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও তুরষ্কের মধ্যকার সম্পর্ক আরো বেগবান হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে আপনাদের অংশ হতে চাই। (শিফা)-এর প্রধান উপদেষ্টা ও ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ আলোকিত বাংলাদেশকে বলেন, ‘আমরা শিফার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রাথমিক ও জটিল অসুস্থতায় চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

চিকিৎসা সেবা প্রদান করা দেশখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে উদ্যোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অসুস্থতায় আমাদের এই প্রতিষ্ঠান সামগ্রিকভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।’ এদিকে শিবিরের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। চিকিৎসা নিতে আসা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই, এরকম উদ্যোগ খুবই প্রশংসনীয়। চিকিৎসকরা আন্তরিকতার সাথে আমাদের সমস্যা শুনেছেন এবং চিকিৎসা দিয়েছেন। তারা বিনামূল্যে ঔষধ সরবরাহ করেছেন। আমি চাই এরকম ভালো উদ্যোগ অব্যাহত থাকুক।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত