ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে কোস্ট গার্ড-র‌্যাবের অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক এক

টেকনাফে কোস্ট গার্ড-র‌্যাবের অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক এক

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গতকাল শনিবার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া এলাকা দিয়ে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ১১টায় বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‌্যাব-১৫ সিপিসি-১ কর্তৃক শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহল দল কর্তৃক বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে অবস্থানরত ৫ জন ইয়াবা পাচারকারী সমুদ্রে লাফ দেয়। কোস্ট গার্ড আভিযানিক দল দুইজন ইয়াবা পাচারকারীকে সমুদ্র থেকে উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি তিনজন শাহপরীরদ্বীপ, বেরিবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে, তল্লাশি চালিয়ে উক্ত বোট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ২ জন পাচারকারী থেকে একজন আব্দুস সবি (৫০) পানিতে ডুবে গিয়েছিল। টানা ১৫ মিনিট উদ্ধার অভিযান শেষে উক্ত মাদক কারবারিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে, তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক উক্ত পাচারকারিকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদান সত্ত্বেও ১০ মিনিট পর তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, জব্দকৃত ইয়াবা ও বর্ণিত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত